ঢাকা বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে কালুখালীতে আলোচনা সভা
  • মনির হোসেন
  • ২০২০-১০-২৮ ১৫:৩৮:২৬
জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে গতকাল ২৮শে অক্টোবর সকালে কালুখালী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম দেখানো হয় -মাতৃকণ্ঠ।

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে গতকাল ২৮শে অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্বরে ‘উন্নত স্যানিটেশন নিশ্চিত করি-করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি’-শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা ও সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম দেখানো হয়।

  কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, সহকারী কমিশনার(ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রিপন চন্দ্র শীল, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মৃধা, উপজেলা কৃষি অফিসার মাছিদুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান, যুব উন্নয়ন অফিসার আবুল বাসার চৌধুরী ও সমবায় অফিসার এবিএম হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। 
  আলোচনা পর্বের শেষে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বেসিনে হাত ধোয়ার সঠিক নিয়ম দেখানো হয়।

পাংশা-কালুখালী উপজেলা নির্বাচনে ভোট কেন্দ্র পরিদর্শনে ডিসি-এসপি
বিশ্ব রেডক্রস-রেড ক্রিসেন্ট দিবসে রাজবাড়ীতে র‌্যালী-আলোচনা সভা
পাংশা ও কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে আজ ভোট
সর্বশেষ সংবাদ