নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন বাজারে গত ৫ই ডিসেম্বর অভিযান চালিয়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স টিম।
জানা গেছে, ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির সংশ্লিষ্ট সদস্যদের অংশগ্রহণে সদর উপজেলার কুটিরহাট বাজারে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংকন পাল অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ২টি প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও সদর উপজেলার পাবলিক হেলথ এলাকার মেসার্স রাফেজা মেডিসিন সেন্টারকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ১০ হাজার টাকা ও বড় বাজারের টিনপট্টি এলাকার মেসার্স কানু চন্দ্র সাহাকে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংকন পাল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ সেলিম উদ্দিন ও এসআই মোঃ রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।