রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল ৬ই ডিসেম্বর বিকালে আলোচনা সভায় উপজেলা মোটর সাইকেল মেকানিক্স এসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে।
কমিটি গঠনের সভার শুরুতে প্রয়াত বালিয়াকান্দি উপজেলা মোটর সাইকেল মেকানিক্স এসোসিয়েশনের সভাপতি নরেশ চন্দ্র বিশ্বাস ও উপদেষ্টা আখতারুজ্জামান আখতারের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ক্ষিরোদ সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা মোটর সাইকেল মেকানিক্স এসোসিয়েশনের সভাপতি আতিকুর রহমান সেন্টু বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী জেলা মোটর সাইকেল মেকানিক্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আতিয়ার শেখ, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিলন, উপদেষ্টা ক্ষিরোত মোল্যা, পাংশা উপজেলা মোটর সাইকেল মেকানিক্স এসোসিয়েশনের সভাপতি শাহিন ও কালুখালী উপজেলা মোটর সাইকেল মেকানিক্স এসোসিয়েশনের সভাপতি আশরাফুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে ২য় পর্বে অনুষ্ঠিত হয় কমিটি গঠন।
সভায় সর্বসম্মতি ক্রমে ক্ষিরোদ সরকারকে সভাপতি ও লিটন দেবনাথকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।