ঢাকা রবিবার, জানুয়ারী ১৯, ২০২৫
রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ড যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০৬ ১৪:০৯:১১

 রাজবাড়ী পৌর যুবদলের আয়োজনে নিউকলোনী মাঠে গতকাল ৬ই ডিসেম্বর বিকেলে ৮নং ওয়ার্ড যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম রানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।

 পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মহিউদ্দিন আহমেদ গীটারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে জেলা যুবদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক খায়রুল আনাম বকুল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এডঃ নেকবর হোসেন মনি, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নাসির মিয়া, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মনোয়ার হোসেন মিন্টু, এসএম কাওসার মাহমুদ, সোহেল মন্ডল, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, রাজবাড়ী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম খাইরু, সাবেক জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক গাজী মাসুদ রানা, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, পৌর যুব নেতা জাবেদ শেখ, সাবেক ছাত্র নেতা ও ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ কল্লোল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ সুমন মোল্লা, সাংগঠনিক সম্পাদক শরীফ খান প্রমুখ বক্তব্য রাখেন।

 এ সময় জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সদস্য রইচ উদ্দীন ডিউক, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মাজেদ খান, রাজবাড়ী ব্যবসায়ী সমিতির সভাপতি বেনজির আহমেদ, জেলা কৃষক দলের আহ্বায়ক আয়ুবুর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি কাজী মনিরুল ইসলাম কুটু, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল আল মামুন সম্রাট প্রমুখ উপস্থিত ছিলেন।

 সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, এই নিউকলোনী এলাকার মানুষের প্রতি আমার অন্যরকম ভালোবাসা রয়েছে। আমার ভালোবাসার মানুষগুলো আজ এই কর্মী সভাতে রয়েছে। তাদের দেখতে পেয়ে আমার অনেক ভালো লাগছে। সদ্য বিদায়ী স্বৈরাচারীর আমলে মিথ্যা মামলায় এই এলাকার নেতাকর্মীরা কেউ ঘরে থাকতে পারে নাই। নেতাকর্মীরা একসাথে বসতে পারে নাই, চলতে পারে নাই। মিথ্যা মামলায়  দিনের পর দিন থাকতে হয়েছে জেলে, থাকতে হয়েছে পালিয়ে। গত ৫ই আগস্ট ছাত্র-জনতার বিশাল গণঅভ্যুত্থানের ফলে খুনি শেখ হাসিনাসহ তার নেতাকর্মীরা পালিয়েছে। সামনে সংসদ নির্বাচন হবে। আগামী সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের সকল নেতাকর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে ভেদাভেদ ভুলে একসাথে চলতে হবে।

 এ সময় বক্তারা আগামী দিনে স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠায় জনগণের ভোটের অধিকার ফিরিয়ে এনে, দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী না বানানো পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

যৌথ বাহিনীর অভিযানে দয়ালনগর থেকে বিদেশী অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী হাফিজ গ্রেপ্তার
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
 রাজবাড়ী উদীচীর দ্বাদশ সম্মেলনে সভাপতি শংকর-সম্পাদক এজাজ
সর্বশেষ সংবাদ