রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ৬ই ডিসেম্বর রাতে উপজেলার কশবামাজাইল ইউপির কশবামাজাইল গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫শত গ্রাম গাঁজাসহ বিক্রেতা মোঃ মোক্তার হোসেন (৪৫)কে গ্রেফতার করেছে।
ধৃত মোক্তার হোসেন কশবামাজাইল গ্রামের মজিবর রহমানের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ ওবায়দুর রহমানসহ সঙ্গীয় পুলিশ কশবামাজাইল গ্রামে রাত ১০টা ১০মিনিটের সময় অভিযানে মোক্তার হোসেনের বসত ঘরের পশ্চিম পাশের শয়ন কক্ষ থেকে মোক্তার হোসেনকে গ্রেফতার এবং তার শয়ন কক্ষের খাটের নিচ হতে একটি সাদা পলিথিনের ব্যাগের ভিতর রক্ষিত ৫শত গ্রাম গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার দাম আনুমানিক ২০ হাজার টাকা।
এ ব্যাপারে এসআই মোঃ ওবায়দুর রহমান বাদী হয়ে মোক্তার হোসেনের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
গতকাল ৭ই ডিসেম্বর আসামী মোঃ মোক্তার হোসেনকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।