ঢাকা বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
পাংশা সরকারী কলেজের অবসরপ্রাপ্ত ১১ শিক্ষক-কর্মকর্তার বিদায় সংবর্ধনা
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১২-০৭ ১৪:০৫:৩৯

 রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী পাংশা সরকারী কলেজ মিলনায়তনে কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে গতকাল ৭ই ডিসেম্বর সকালে কলেজ হতে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১১জন অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। 

 সংবর্ধিতরা হলেন- পাংশা সরকারী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ কুদরত-ই-নূর, ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ আমজাদ হোসেন, সাচিবিক বিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান দীপক কুমার দত্ত, বাংলা বিভাগের প্রভাষক ফরিদা ইয়াসমিন, মার্কেটিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ তোফাজ্জেল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, ইসলাম শিক্ষা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আবু ছাঈদ মোঃ নূরুল হুদা, গণিত বিভাগের সাবেক প্রভাষক বিমল কুমার কর্মকার, ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান শওকত আনোয়ার জাকিরুল হক ও সহকারী গ্রন্থগারিক মোঃ দেলওয়ার হোসেন।

 পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদারের সভাপতিত্বে এবং পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক খলিলুর রহমানের উপস্থাপনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ও ঢাকাস্থ প্রাইম ইউনিভার্সিটির কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আরশাদ আলী বক্তব্য রাখেন।

 বিশেষ অতিথি হিসেবে পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম মনোয়ারুল ইসলাম বক্তব্য রাখেন।

 বিদায়ী সংবর্ধিত শিক্ষক-কর্মকর্তার মধ্যে পাংশা সরকারী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ কুদরত-ই-নূর, ভূগোল ও পরিবেশ বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ আমজাদ হোসেন, সাচিবিক বিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান দীপক কুমার দত্ত, মার্কেটিং বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ তোফাজ্জেল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, ইসলাম শিক্ষা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান আবু ছাঈদ মোঃ নূরুল হুদা, গণিত বিভাগের সাবেক প্রভাষক বিমল কুমার কর্মকর্তা, ব্যবস্থাপনা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান শওকত আনোয়ার জাকিরুল হক ও সহকারী গ্রন্থগারিক মোঃ দেলওয়ার হোসেন বক্তব্য রাখেন।

 অন্যান্যের মধ্যে পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মোঃ তোজাম্মেল হোসেন, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মোঃ নাজির উদ্দিন, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ আব্দুর রউফ, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এ কে এম শরিফুল মোর্শেদ রনজু প্রমূখ বক্তব্য রাখেন।

 অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও বিদায়ী সংবর্ধিত শিক্ষক-কর্মকর্তাদের ক্রেস্ট উপহার ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
 মাছপাড়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্রি ব্লাড ক্যাম্পেইন
পাংশার মাছপাড়া ইউপিতে টিসিবি’র পণ্য বিক্রি
সর্বশেষ সংবাদ