ঢাকা রবিবার, জানুয়ারী ১৯, ২০২৫
গোয়ালন্দে বিকাশ ব্যবসায়ী আলমগীর হত্যা মামলার রহস্য উদঘাটন॥হত্যাকারী গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০৭ ১৪:০৫:৫৭

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিকাশ ব্যবসায়ী আলমগীর কবির(৪৮) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সাথে হত্যাকান্ডে জড়িত হেলাল মোল্লা(৪৯) নামের এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 গতকাল ৭ই ডিসেম্বর সকালে হেলাল মোল্লাকে আদালতে পাঠানো হলে সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এর আগে গত ৬ই ডিসেম্বর দিনগত রাত পৌনে ৩টার দিকে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানার কুন্ডের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 গ্রেপ্তারকৃত হেলাল উদ্দিন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার বরাট বাজারে কাশিমা গ্রামের মৃত মুন্তাজ মোল্লার ছেলে। নিহত আলমগীর কবির ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার ধুতরাহাটি গ্রামের মৃত আবুল কালাম মোল্লার ছেলে। তার রসুলপুর বাজারে বিকাশের দোকান ছিল।

 পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত হেলাল মোল্লার আপন ছোট ভাই হারুন মোল্লার শশুর বাড়ী ফরিদপুরের নগরকান্দা এলাকায়। নিহত আলমগীরের বাড়ীও নগরকান্দা এলাকায়। নিহত আলমগীরের গোয়ালন্দ উপজেলার রসুলপুর বাজারে মোবাইল রিচার্জ ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা ছিল। সেই সুবাদে আলমগীর কবিরের সাথে হারুন মোল্লার পরিচয় হয়।

 গত ৩০শে আগস্ট বেলা ১১টার দিকে হারুন মোল্লা ও আলমগীর নিজ বাড়ী থেকে পাসপোর্ট করার জন্য ফরিদপুরের উদ্দেশ্যে রওনা করে। পরবর্তীতে ওই দিন বেলা ১টার দিকে তার পরিবারের লোকজন আলমগীর কবিরের মোবাইল বন্ধ পায়। গ্রেপ্তারকৃত হেলাল মোল্লা একই তারিখে বিকাল ৪টার সময় তার নিজ বাড়ীতে ঘুমিয়ে থাকে।

 তার ভাই আসামী হারুন মোল্লা তাকে ঘুম থেকে উঠিয়ে বাড়ীর সামনে রাস্তার উপর নিয়ে আসে। তখন অজ্ঞাত অটোর মধ্যে পিছনের সিটে আলমগীর কবির অজ্ঞান অবস্থায় বসা ছিল। তখন হারুন তার ভাই হেলাল মোল্লাকে বলে ওকে ধর ঘরে নিয়ে যাই, সে অসুস্থ্। তখন হেলাল মোল্লা ও হারুন মোল্লা আলমগীর কবিরকে ধরে হেলাল মোল্লার ঘরে নিয়ে চৌকির উপর শোয়ায়। একপর্যায়ে হেলাল হারুনকে জিজ্ঞাসা করে কে উনি। হারুন জানায় যে, ওর নাম আলমগীর, বাড়ী নগরকান্দায়, ওকে মেরে ফেলতে হবে, না মারলে আমাকে মেরে ফেলবে। সেই মোতাবেক হেলাল ও হারুন একটি ভ্যান ভাড়া করে নিয়ে আসে।

 পরে ঘর থেকে আলমগীরকে ধরে ভ্যানে উঠায়, তখন সন্ধ্যা ৭টা বাজে। হারুন মোল্লা তার ভাই হেলালের ঘর থেকে বটি ও একটি ওড়না নিয়ে আসে। হেলাল ভ্যান চালিয়ে আলমগীরকে হত্যা করার জন্য তাকে নিয়ে জমিদার ব্রীজ, বেড়িবাধ ও বিভিন্ন এলাকায় প্রায় ২ঘন্টা ঘোরাঘুরি করে কোথাও সুযোগ না পেয়ে বিএনপির বটতলা থেকে পেয়ার আলী মোড়ে যাওয়ার রাস্তায় কাদেরের কলাবাগানের কাছে নিয়ে যায়।

 প্রথমে হারুন ও হেলাল আলমগীরকে ভ্যান থেকে নামিয়ে রাস্তার ঢালে শোয়ায়। হারুন ওড়না দিয়ে দুই পা বেধে  বুকের উপর চাপ দিয়ে ধরে। এরপর তাদের সাথে থাকা বটি দিয়ে আলমগীরের গলায় পোচ দিয়ো তাকে হত্যা করে লাশ ফেলে রেখে চলে যায়। 

 এ ঘটনায় নিহতের ছোট ভাই ইছাহাক মোল্লা (৩৬) বাদী হয়ে গত ৩১শে আগস্ট রাতে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এই মামলার রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ শুরু করে। পরে গত ৬ই ডিসেম্বর দিবাগত রাতে অভিযান চালিয়ে হেলাল মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

 রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব বলেন, আলমগীর হত্যাকান্ডে জড়িত হেলালকে মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ী থানার কুন্ডের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও হত্যাকান্ডে ব্যবহৃত বটি ও ওড়না উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হেলাল মোল্লাকে আদালতে পাঠানো হলে সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।

 

পাংশায় যুবদল নেতার ওপর হামলার ঘটনায় সাবেক এমপি খৈয়মের নিন্দা
কালুখালীতে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির জনসমাবেশ
বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ