রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিতরণকৃত শীতকালীন পেঁয়াজ বীজ মাঠে অঙ্কুরোদগম না হওয়ার প্রেক্ষিতে পুনরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল ৮ই ডিসেম্বর বিকেলে কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৭০০ জন ক্ষতিগ্রস্ত পেঁয়াজ চাষীদের মাঝে বিনামূল্যে পুনরায় বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়।
বিতরণ অনুষ্ঠানে কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজের সভাপতিত্বে কৃষকদের হাতে এক কেজি করে লাল তীর জাতের পেঁয়াজ বীজ তুলে দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম।
এ সময় রাজবাড়ী জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার গোলাম রাসূল, উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাইমুর রহমানসহ উপজেলার বিভিন্ন ব্লকের কৃষি উপ-সহকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম বলেন, আমরা ১০ থেকে ১৫ দিন আগে কৃষকদের মাঝে ১ কেজি করে পেঁয়াজের বীজ দিয়েছিলাম। আমাদের কাছে অভিযোগ আসে মাঠে বীজ অংকুরোদগম হয়নি। আমরা একটি তদন্ত কমিটি গঠন করে পেঁয়াজের বীজ অংকুরোদগম না হওয়ায় সত্যতা পাই। পরে আমরা সচিব মহোদয়ের সাথে কথা বলি। রাজবাড়ী জেলা বাংলাদেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে তৃতীয় স্থানে এ জন্য আমরা এই এলাকার কৃষকদের সাথে আলাপ করে দেখেছি জানুয়ারী মাসের ২০ তারিখ পর্যন্ত বীজের চারা দেওয়া যাবে। সেজন্য দ্রুত সময়ে ৩ দিনের মধ্যে আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে পুনরায় পেঁয়াজ বীজ বিতরণ করছি।
উল্লেখ্য, এ বছরে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কালুখালী উপজেলায় হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যে ৮০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে (বারি-১, বারি-৪ ও তাহেরপুরি) এই তিন জাতের বীজ বিতরণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বীজ বপনের দুই সপ্তাহের বেশি সময় পাড় হয়ে গেলেও (বারি-৪ ও তাহেরপুরি) এই দুই জাত অংকুরোদগম না হওয়ায় উপজেলার ৭০০ কৃষকের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়।