রাজবাড়ীতে ২০২৪-২০২৫ অর্থ বছরের রবি প্রণোদনা কর্মসূচির আওতায় বিতরণকৃত পেঁয়াজ বীজের অঙ্কুরোদগম সন্তোষজনক না হওয়ায় কৃষকদের মাঝে পুনরায় বিনামূল্যে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে।
গতকাল ৮ই ডিসেম্বর বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা প্রশাসনের হল রুমে ২০০ জন কৃষকের মাঝে এই পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও বিশেষ অতিথি হিসেবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।
সদর উপজেলা ইউডিএফ নাজিউর রহমানের সঞ্চালনায় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জনি খান, মিজানপুর ইউনিয়নের কৃষক জাকির হোসেন ও হোসনাবাদ এলাকার কৃষক সমশের শেখ বক্তব্য রাখেন।
রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম বলেন, কৃষি বিভাগ বিএডিসি থেকে ৪ হাজার কেজি পেঁয়াজ বীজ ক্রয় করে জেলার কৃষকদের মাঝে দেওয়া হয়। কিন্তু ৪ হাজার কেজির মধ্যে ৩ হাজার ৭২৫ কেজি পেঁয়াজের বীজ থেকে চারা গজানোর হার সন্তোষজনক পাইনি আমরা। যার কারণে এ জেলার পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রায় শঙ্কা দেখা দেয়। পরে আমরা মাঠ পর্যায়ে তদন্ত করি। তদন্তের রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাই। আমাদের জেলা প্রশাসক বিএডিসির চেয়ারম্যান ও সচিবের সাথে কথা বলে পুনরায় আবার কৃষকদের মাঝে ১ কেজি করে বীজ দেওয়ার ব্যবস্থা করে দেন। আমরা আজকে থেকে কৃষকদের মাঝে আবার এই বীজগুলো বিতরণ করব। আমরা সার্বিকভাবে কৃষকদের পাশে আছি।
তিনি আরও বলেন, আজ রাজবাড়ী সদরে ২০০ জন, পাংশায় ৫০০ জন ও কালুখালীতে ৩০০ জন কৃষকের মাঝে বীজ বিতরণ করা হবে। পর্যায়ক্রমে ১সপ্তাহের মধ্যে সকল কৃষকের হাতে বীজ পৌছে দিতে সক্ষম হবো।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, রাজবাড়ীতে কৃষি সম্প্রসারণের বাস্তবায়নে বিএডিসি কর্তৃক ক্রয়কৃত বীজ বিনামূল্যে জেলার ৪ হাজার কৃষকের মাঝে ১ কেজি করে পেঁয়াজ বীজ বিতরণ করা হয়েছিলো। কিন্তু ১৫ থেকে ২০ দিন অতিবাহিত হলেও সেই বীজ থেকে অঙ্কুরোদগম হয়নি। পরে কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে পরে তদন্ত কমিটি গঠন করা হয়। কৃষি বিভাগ সরজমিনে বিষয়টি পরিদর্শন করে এর সত্যতা পায়। আমরা বিএডিসি চেয়ারম্যান ও কৃষি বিভাগের সচিব স্যারের সাথে বিষয়টি নিয়ে কথা বলি। পরে তারা আমাদের আশ্বস্ত করেছিলেন বীজ দেওয়ার। তারই প্রেক্ষিতে আমরা জেলার ৩ হাজার ৭২৫ জন কৃষককে পর্যায়ক্রমে বীজ বিতরণ করবো। আজ সদর উপজেলায় ২০০ জন কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, কৃষকরা আজকের মধ্যে এই পেঁয়াজ বীজ বপণ করলে তারা ক্ষতি পুষিয়ে উঠতে পারবে। জেলার পেঁয়াজ উৎপাদনের যে লক্ষ্যমাত্রা সেটি পূরণ হবে। আমরা কৃষকদের পাশে আছি, আমরা তাদের সহায়তা করবো।
পেঁয়াজ বিতরণকালে উপজেলা সহকারী কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা ও কৃষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজবাড়ীতে হালি পেঁয়াজ আবাদের লক্ষ্যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে চার হাজার কৃষককে বিনামূল্যে (বারি-১, বারি-৪ ও তাহেরপুরি) এই তিন জাতের বীজ বিনামূল্যে বিতরণ করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই বীজের জন্য খরচ হয় ১ কোটি ৮ লাখ টাকা। যার মধ্যে রাজবাড়ী সদরে ৮০০ জন, গোয়ালন্দে ৪০০, পাংশায় ১০০০ জন, বালিয়াকান্দিতে ১০০০ জন ও কালুখালী উপজেলায় ৮০০ জনসহ মোট ৪ হাজার জন এই বীজ পায়। বীজ বপনের পর দুই সপ্তাহের বেশি সময় অতিবাহিত হলেও দুটি (বারি-৪ ও তাহেরপুরি) জাত না গজানোয় প্রায় সাড়ে তিন হাজার ৭২৫ কৃষকের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়। পরে তদন্ত কমিটির বীজ না গজানোর সত্যতা পাওয়ায় বিএডিসির সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে পুনরায় এক কেজি করে লাল তীর জাতের পেঁয়াজ বীজ বিতরণ করা হচ্ছে।