রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৮ই ডিসেম্বর সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন এবং রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর সাফিন আল সাইফ পলক বক্তব্য রাখেন।
সভায় জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোস্তারী জাহান ফেরদৌস, রাজবাড়ী মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমির হোসেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রাকিবুল ইসলাম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহমেদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, বিআরটিএর মেকানিকাল এসিস্ট্যান্ট মোঃ সালমান আহম্মেদ, রাজবাড়ী জিআরপি থানার এসআই মোঃ শহিদুল ইসলাম ও র্যাব-১০ ফরিদপুরের প্রতিনিধি তাদের কর্মকাণ্ড তুলে ধরেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমার সঞ্চালনায় সভায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্র, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এসএম হাফিজুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, রাজবাড়ী ওজোপাডিকের নির্বাহী প্রকৌশলী মামুন-অর-রশিদ, রাজবাড়ী কারাগারের জেল সুপার এনামুল কবির, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসিফুর রহমান, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তবিবুর রহমান, রাজবাড়ী আঞ্চলিক পার্সপোট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল আলম, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অডিনেটর প্রণব কুমার রায়, রাজবাড়ী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ক্রিষ্টানো মারিও রেখাসহ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারগণ, বিভিন্ন সরকারী দপ্তরের দপ্তর প্রধান ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, এডিস মশা নিধন প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, আগস্টের পর থেকে এ জেলায় অনেক গুলো হত্যাকান্ডের ঘটনা সংঘটিত হয়েছে। প্রায় ১২টি হত্যাকান্ডের মধ্যে ২টি বাদে বাকি ১০টি ছিল ক্লুলেস। অনেক কষ্ট হয়েছে এগুলোর রহস্য উদঘাটন করতে। তারপরও ভালো খবর হচ্ছে আমরা সকল মার্ডার মামলার রহস্য উদঘাটন করতে পেরেছি। প্রত্যেকটি মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে। কালুখালী থানার একটি মামলা নিয়ে কাজ করছি। আশা করছি খুব শীঘ্রই এটারও রহস্য উদঘাটন করতে পারবো। গতকালও আমরা গোয়ালন্দের বিকাশ ব্যবসায়ী হত্যা মামলার রহস্য উদঘাটন করতে পেরেছি। রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। কিছু কমিটি গঠন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও রাজনৈতিক কিছু অনাকাঙ্খিত ঘটনা গুলো ঘটছে সেগুলো নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছি আমরা। অন্যান্য জেলার তুলনায় রাজবাড়ী জেলার পরিস্থিতি ভালো রয়েছে। এছাড়াও গোয়ালন্দ ঘাট কেন্দ্রীক যে মাদক ব্যবসা ছিলো সেটাও আমরা নিয়ন্ত্রণে এনেছি। মাদক কারবারীদের গ্রেপ্তার করেছি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমাদের এই দেশ শান্তিপ্রিয় দেশ। আমরা শান্তিপ্রিয় মানুষ। আমাদের এই দেশে সামাজিক সম্প্রীতি যাতে কোনভাবেই কলুষিত না হয় এই বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। সবাই খেয়াল রাখবেন যাতে কোন অসাধু চক্র কোন ভুল তথ্য দিয়ে আমাদের সামাজিক সম্প্রীতি নষ্ট না করে। এই দেশ আমাদের সকলের। আমরা সকলে মিলে একসাথে এ দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আমাদের আগামীর যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনা নিয়ে আমরা আগামীতে বাংলাদেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো।
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটির সভা, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা, সড়ক দূর্ঘটনায় আহত/নিহতদের নির্ভূল ডাটাবেজ তৈরির লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির সভা, জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা, বেসরকারী মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কার্যক্রম মনিটরিং কমিটির সভা, কারাগারে থাকা শিশু কিশোরদের অবস্থা উন্নয়নের লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্সের সভাসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়।