রাজবাড়ী জেলা বধির উন্নয়ন ও কল্যাণমূলক সংস্থার আয়োজনে গতকাল ৯ই ডিসেম্বর বিকালে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনটির কার্যালয়ে ২৫জন বধিরের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী জেলা বধির উন্নয়ন ও কল্যাণমূলক সংস্থার আজীবন সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহনেওয়াজ চৌধুরীর সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত বিতরণের সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বধির উন্নয়ন ও কল্যাণমূলক সংস্থার সভাপতি এবিএম আলমগীর মিয়া ও আজীবন সদস্য মোঃ শাহনেওয়াজ চৌধুরী।
এ সময় রাজবাড়ী জেলা বধির উন্নয়ন ও কল্যাণমূলক সংস্থার সহ-সভাপতি খাইরুল হাসান মিন্টু, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণকালে বক্তারা বলেন, এটা অত্যন্ত একটি ভালো কাজ। শীতে সবারই কষ্ট হয়। এখানে যে বধিররা রয়েছে সবাই দরিদ্র শ্রেণীর লোক। এখন ধীরে ধীরে শীত বৃদ্ধি পাচ্ছে। এখন একটি কম্বল পেলে তাদের অনেক উপকার হবে। সেই হিসাবেই আজ কম্বল বিতরণ করা। রাজবাড়ী জেলা বধির উন্নয়ন ও কল্যাণমূলক সংস্থার আজীবন সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহনেওয়াজ চৌধুরীর সহযোগিতায় ২৫জন বধিরের মাঝে শীতবস্ত বিতরণ করা হলো। আমরা বিগত বছরে বধিরদের মাঝে ২২টি সেলাই মেশিন বিতরণ করেছি, কম্বলও বিতরণ করেছি। সমাজের যারা বিত্তবান শ্রেণীর মানুষ রয়েছে তারাও যদি এদের পাশে দাঁড়ায় তাহলে এদের অনেক উপকার হবে।