“নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল ৯ই ডিসেম্বর রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে র্যালী, আলোচনা সভা ও সফল জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।
সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালীটি বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তুহিনা সুলতানা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ৫জন সফল জয়িতাদের মধ্যে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
সম্মাননা প্রাপ্ত জয়িতারা হলো- নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ক্যাটাগরিতে মোছাঃ চায়না বেগম, সফল জননী নারী ক্যাটাগরিতে রোকেয়া, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নারী ক্যাটাগরিতে মোছাঃ মুসলিমা খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে রেশমা খাতুন ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোছাঃ নাদিয়া খাতুন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ বলেন, সমাজে নারীদের প্রতিষ্ঠিত হবার জন্য পড়ালেখার বিকল্প নেই। একটা নারী ইচ্ছা করলে তার সাফল্যের কাঙ্খিত জায়গায় পৌঁছাতে না পারলেও তার কাছাকাছি যেতে পারে। সেই চেষ্টা সকল নারীর মধ্যেই থাকতে হবে। এছাড়াও তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ও আইনী সহায়তা পেতে ১০৯ নম্বরে কল দেওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা মৎস্য কর্মকর্তা খন্দকার আবু বকর সিদ্দিক, জয়িতা রেশমা খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জয়িতা রেশমা খাতুন বলেন, আমার দাদা আমার বাবার সাথে প্রায়ই ঝগড়া করতো যে মেয়েকে পড়ালেখা না করিয়ে বিয়ে দিয়ে দাও। আমার বাবা আমাকে সব সময় সাপোর্ট করেছিলো। আমার বাবা আমার দাদার মতের বিরুদ্ধে গিয়ে আমাকে পড়ালেখা করায়। আমি এসএসসি পাশ করার পর কলেজে ভর্তি হই। তখনো আমার দাদা আমার বিয়ে দিয়ে দেবার কথা বলে। আমার ফ্যামিলি আর্থিক দিক থেকে অনেকটা অসচ্ছল ছিল। অনেক কষ্টে ইন্টারমিডিয়েট পাশ করার পর, আমার বাবার সহযোগিতায় গ্রামীণ ব্যাংক থেকে উচ্চ শিক্ষার জন্য ঋণ নিয়ে ফরিদপুর রাজেন্দ্র কলেজে ভর্তি হই। অনার্স প্রথম বর্ষের পর আমার দাদার মৃত্যু শয্যায় তার রিকোয়েস্টে আমার জোর করেই বিয়ে দিয়ে দেওয়া হয়। আমার শশুর বাড়ীর কাছে আমার বাবার একটাই আবদার ছিল আমার মেয়েকে অনেক কষ্টে এতো দূরে লেখা পড়া করিয়েছি এখন আপনারা আমার মেয়েকে মাঝপথে ফেলে দিয়েন না। তারপর আমার শশুর বাড়ী থেকেই আমাকে সাপোর্ট দিয়েছিলো। আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিটের পর ২০১৮ সালে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পরিবার কল্যাণ সহকারী পোস্টে আমার চাকরি হয়।
তিনি আরো বলেন, একটা নারী চেষ্টা করলে অবশ্যই তার সাফল্যে পৌঁছাবে।
অনুষ্ঠানে কালুখালী উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, নারী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা শিল্পকলা একাডেমীর পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।



