ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
দেশ ও সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে-------জেলা প্রশাসক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-০৯ ১৪:২৫:৫৬

 আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উপলক্ষে ‘সবাই মিলে গড়ব দেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৯ই ডিসেম্বর সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে দুপ্রক ও সনাক এবং টিআইবি এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

 দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সংগীত, জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, বেলুন এবং পায়রা উড়িয়ে দিবসটি শুভ সূচনা করা হয়। এরপর মানববন্ধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বক্তব্য রাখেন। 

 অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহীম টিটন, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস,  ফরিদপুর জেলা দুর্নীতি দমন কমিশন  কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজ, সচেতন নাগরিক কমিটির সভাপতি নুরুজ্জামান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আজিজা খানম বক্তব্য রাখেন।

 অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সিদ্দিকুর রহমান। 

 এ সময় রাজবাড়ী জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি, সামাজিক সংগঠনের সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে পরিবার থেকে প্রতিরোধ শুরু করা উচিত। নিজ থেকে পরিবর্তন শুরু করতে হবে। দুর্নীতি প্রতিরোধের জন্য সকলকে সোচ্চার হতে হবে। ভালো কাজকে সবসময় মূল্যায়ন করতে হবে। ভালো কাজকে আমরা যদি মূল্যায়ন না করি, উৎসাহিত না করি তাহলে ভালো মানুষ তৈরি হবে না। এই দুর্নীতিকে রোধ করতে গেলে ভালো কাজগুলোকে আমাদের প্রমোট করতে হবে। যারা ভাল কাজ প্রমোট করে তাদেরকে আমরা উৎসাহিত করি না। আমরা তাদের সাথে থাকি না। আমরা ভালো কাজ সহ্য করতে পারি না। একজন ট্রাক থেকে টাকা নিচ্ছে এটা দুর্নীতি না। দুর্নীতি প্রতিটা সেক্টরে। যে ঠিকমত অফিসে আসে না, যে সময় মত অফিসে আসে না, যার যে দায়িত্ব থাকে সেটা পালন করে না, যে সেবাটি দেয় না, এগুলোও দুর্নীতি। এক ঘন্টা পরে আসলে এক ঘন্টা সেবা থেকে বঞ্চিত এটাও দুর্নীতি। দেশ ও সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ