ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সেক্রেটারী আনিসের ইন্তেকাল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-১০ ১৪:৩০:২০

রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান আনিস(৫৫) আর নেই।

 গতকাল ১০ই ডিসেম্বর ভোর ৪টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কিডনি জনিত সমস্যায় দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

 খন্দকার আনিসুর রহমান আনিস সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত আফসার মাস্টারের ছেলে। আনিস রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক লীগ ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

 জানা গেছে, গত ৯ই ডিসেম্বর সন্ধ্যায় প্রেসার ফল্ট করে হাইফো হয়ে স্ট্রোক করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হয় আনিস। এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ওইদিন রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে তাকে সিসিইউতে রাখা হয়। পরে গতকাল মঙ্গলবার ভোর ৪টার পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

 একই দিন বাদ জোহর তার নিজ গ্রামের বাড়ীতে জানাযা শেষে রাজবাড়ী পৌরসভার ভবানীপুর এলাকার ২নং কবরস্থানে তাকে দাফন করা হয়।

 মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী এবং রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

 

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ