ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে কুয়াশার কারণে তিন ঘন্টা ফেরী চলাচল ব্যাহত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-১০ ১৪:৩১:৩৪

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ৩ঘন্টা বন্ধের পর ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে। 
 গতকাল ১০ই ডিসেম্বর ভোর সোয়া ৬টা থেকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে ফেরী চলাচল বন্ধ হয়ে যায়। এতে ফেরি ও যানবাহনের চালকসহ যাত্রীরা দুর্ভোগে পড়ে। কুয়াশার ঘনত্ব কমলে সকাল সোয়া ৯টা থেকে পুনরায় ফেরী চলাচল স্বাভাবিক হয়। ঘন কুয়াশার কারণে এই নৌপথে লঞ্চ চলাচলও বিঘ্ন ঘটেছে।
 বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক(এজিএম) মোঃ সালাহ উদ্দিন জানান, ভোর থেকে আকস্মিকভাবে পদ্মা নদীতে ঘন কুয়াশা পড়তে থাকলে নৌযান চলাচল ব্যাহত হয়। বেলা বাড়ার সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। এক পর্যায়ে সামান্য দূরে কিছু দেখতে না পাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সকাল সোয়া ৬টা থেকে ফেরী চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল সোয়া ৯টার দিকে কুয়াশা কমে গেলে ফেরী চলাচল আবার শুরু হয়। বর্তমানে এ নৌরুটে ছোট বড় ১২টি ফেরী যানবাহন পারাপারে চলাচল করছে।

 

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ