ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
পাংশায় উদয়ন ক্লাবের উদ্যোগে ৩দিন ব্যাপী নাট্যানুষ্ঠান শুরু
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১২-১০ ১৪:৩৭:৪১

হান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী জেলার পাংশা পুরাতন বাজারস্থ উদয়ন ক্লাবের উদ্যোগে ৩দিন ব্যাপী সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠান শুরু হয়েছে।  

 গতকাল ১০ই ডিসেম্বর রাত সাড়ে ৮টায় নাট্যানুষ্ঠানের উদ্বোধন করা হয়।

 অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক মোঃ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা বক্তব্য রাখেন।

 বিশেষ অতিথি হিসেবে পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা উপজেলা পরিষদের সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান এ.কে.এম সাইফুল মোর্শেদ রিংকু, পাংশা উপজেলা পরিষদের সদ্য সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা পারভীন ইতি ও পাংশা পৌরসভার ৩নং ওয়ার্ডেও সদ্য সাবেক কাউন্সিলর মোঃ নাসির উদ্দিন খান বক্তব্য রাখেন। অনুষ্ঠানের উদ্বোধক মোঃ শরিফুল ইসলাম মিষ্টি নাট্যানুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন অধ্যাপক হাজারি আবুল হাসিম ও ইদ্রিস আলী বাবু।

 অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার(পিআইও) মোঃ আসলাম হোসেন, পাংশা উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সামছুল আলমসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী রাতে একটি পয়সা নাটক মঞ্চায়িত হয়।

 সুস্থ্য ধারার সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সকল অপসংস্কৃতি দূর করে সুন্দর ও অসাম্প্রদায়িক সমাজ গঠনের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও এ সাংস্কৃতিক ও নাট্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাংশার বিভিন্ন এলাকার ২০জন গুণী নাট্য শিল্পী নাটকে অভিনয় করছেন। অতিথিবৃন্দসহ নারী-পুরুষ বহু দর্শক শ্রোতা নাটক উপভোগ করেন। 

 
দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ