ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
রাজবাড়ীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বিক্ষোভ মিছিল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-১০ ১৪:৩৮:২২

ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসে হামলা, বাংলাদেশের পতাকা পুরানো উগ্রবাদীদের আক্রমনের তীব্র নিন্দা ও হামলার প্রতিবাদে গতকাল ১০ই ডিসেম্বর বিকালে রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল হয়েছে।  

 রাজবাড়ী রেল স্টেশনের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে পান্না চত্বর প্রদক্ষিণ করে রেলগেট স্মৃতি চত্বরে এসে শেষ হয়। 

 এরপর সেখানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক অশোক সরকার, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিতাই রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টাণ কল্যাণ ফ্রন্টের রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব শান্ত কুমার সিংহ, নেতা অমিত প্রামানিক প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

 বক্তরা বলেন, আমাদের রাজবাড়ীতে যে হিন্দু আছে তারা সুন্দরভাবে বসবাস করছেন। আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে আমরা দূর্গা পূজার সময় মন্দির পাহারা দিয়েছি। আমাদের সাথে বিএনপির নেতাকর্মীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাহারা দিয়েছে, মুসলমান ভাইরা পাহারা দিয়েছে। রাজবাড়ীতে আজ পর্যন্ত কোন হিন্দু পরিবারের উপরে কোন ঘটনা ঘটেনি। এই ১৭টা বছর বাংলাদেশের সকল ধর্মের মানুষ কেউ শান্তিতে বসবাস করতে পারে নাই। যেই কথা বলেছে এই খুনি হাসিনা তাকে নয় গুম করেছে, নয় হত্যা করেছে। আমরা যে ভালো আছি এটা ইন্ডিয়া মোটেও সহ্য করতে পারছে না। আমরা বলতে চাই ইন্ডিয়া নানান তালবাহানা এবং ষড়যন্ত্রমূলক কর্মকান্ড করছে। বাংলাদেশের হিন্দুরা ভালো থাক ইন্ডিয়া সেটা চায় না। আমাদের ওপর অনেক দরদ ইন্ডিয়া এখন দেখাচ্ছে। বিষয়টা তা না। শেখ হাসিনার পক্ষে যা যা করার দরকার সেই তালবাহানা করছে মোদি সরকার। বাংলাদেশ নিয়ে আপনারা বাড়াবাড়ি করতে আসবেন না। কারণ এই দেশের হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল ধর্মের লোক ঐক্যবদ্ধ আছে। ৫ই আগস্টের পর থেকে কোন সমস্যার সম্মুখীন হচ্ছি না আমরা। আমাদের নেতা আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম সব সময় হিন্দুদের খোঁজ খবর নিচ্ছেন।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ