ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশায় পুলিশের অভিযানে বিস্ফোরন ঘটিয়ে পলাতক আসামী সজিব গ্রেপ্তার
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-১২ ১৪:০৩:১৯

 রাজবাড়ী জেলার পাংশা থানা পুলিশ গত ১১ই ডিসেম্বর বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক ঘটিয়ে পলাতক পাট্টার একাধিক মামলার আসামী সজিব (২৮)কে গ্রেফতার করেছে।

 সাভার মডেল থানাধীন চাপাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত সজিব পাংশা থানার পাট্টা ইউপির পাট্টা বিলপাড়া গ্রামের শফি শেখের ছেলে।

 জানা গেছে, একটি মারামারি মামলার আসামী ধরতে গত ৫ই ডিসেম্বর রাতে মোটর সাইকেলে পাট্টার বিলপাড়ায় যান পাংশা থানার এসআই শাহরিয়ারসহ তিন পুলিশ কর্মকর্তা। এ সময় ওই মামলার এজাহারনামীয় ২নং আসামী সজীবকে একটি মুদি দোকানের সামনে থেকে ধরতে গেলে তিনি দৌড়ে পালিয়ে যান। যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

 এ ঘটনার প্রেক্ষিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সাভার মডেল থানাধীন চাপাইন এলাকা থেকে সজিবকে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এস.আই তারিকুল ইসলাম ও এস.আই মোঃ শাহারিয়ারসহ সঙ্গীয় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

 ধৃত সজিবের বিরুদ্ধে পাংশা মডেল থানায় পৃথক দু’টি মামলা, সন্ত্রাস-চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকান্ড পরিচালনা করে এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে।

 পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ