ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
আওয়ামী লীগ যা করেছে আমরা তা করবো না॥নতুন বাংলাদেশ গড়বো----সাবেক এমপি খৈয়ম
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-১৩ ১৪:২৯:৪৫

 রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে গতকাল ১৩ই ডিসেম্বর বিকালে সুলতানপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

 জনসভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন। 

 সুলতানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ওবায়দুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনছারী, সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনি, সুলতানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম মোল্লা ও সাবেক নেতা মোঃ নাসির উদ্দীন বক্তব্য রাখেন। 

 এ সময় জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক কেএ সবুর শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুল, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শাহ্ আলম, জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান, জেলা মহিলা দলের আহ্বায়ক কুমকুম নজরুলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। 

 জনসভায় সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, বহুদিন পরে আমরা সুলতানপুর এসেছি। আপনারা জানেন ১৭টা বছর এই দেশ স্বৈরাচার শাসন করেছে। গত ১৭ বছরে শেখ হাসিনা বহু মানুষকে হত্যা করেছে, গুম করেছে। মিথ্যা মামলায় গোটা বাংলাদেশের মানুষ এক বিপদগ্রস্তভাবে জীবন যাপন করেছে। এই সুলতানপুর তার বাইরে ছিল না। এই মিথ্যা মামলায় আমাদের নেতাকর্মীরা স্ত্রী, সন্তান, পরিবার ছেড়ে পালিয়ে পালিয়ে বেরিয়ে শেষ পর্যন্ত কারাগারের মধ্যে যেতে হয়েছে। এভাবেই আমরা জীবন যাপন করেছি। পরিবার পরিজন ছেড়ে পালিয়ে পালিয়ে বেড়াতে হবে এমন তো কথা ছিল না। 

 তিনি আরও বলেন, ২০১৪ সালে নির্বাচনের এমন আয়োজন করেছিল এই নির্বাচনে আমরাসহ সাধারণ মানুষ ভোট দিতে পারি নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আটক করেছে। তার নামে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছিল। যে পাপ শেখ হাসিনা করেছে তার শাস্তি পেতেই হবে। এই শেখ হাসিনা দেশের সম্পদ লুট করেছে। দেশের টাকা লুট করে হাসিনা ও তার এমপি-মন্ত্রীরা আমেরিকা, কানাডা ও সুইজারল্যান্ডে বেগমপাড়া বানিয়েছে। তার পাপের কারণে ৫ই আগস্ট দেশ ছেড়ে পালাতে হয়েছে। ৫ই আগস্ট যদি শেখ হাসিনা গণভবনে যদি থাকতো কি হতো আমার জানা নেই।

 তিনি আরও বলেন, আওয়ামী লীগ যা করেছে আমরা বিএনপি কখনো তা করবো না। লুটের রাজত্ব করতে যাবো না। নতুন বাংলাদেশ গড়তে হবে আমাদের। আমাদের মা-বোনেদের অনেক কষ্ট। তারা আর যেনো নির্যাতিত না হয়। গরিবেরা আর যেনো নির্যাতিত না হয়। আপনারা প্রতিটা বাড়ী বাড়ী যান, কৃষকের কাছে যান তাদের সাথে কথা বলেন। তাদের সমস্যার কথা শুনেন। সমস্যা সমাধানের চেষ্টা করেন।

রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
সর্বশেষ সংবাদ