. মহান বিজয় দিবস উপলক্ষে গত ১৬ই ডিসেম্বর সকালে রাজবাড়ী শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জেলা বিএনপি, পৌর বিএনপির, জেলা ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা বিএনপির সদস্য সচিব এডঃ কামরুল আলম, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, বিএনপি নেতা মোঃ আব্দুস সালাম মিয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ তোফাজ্জেল হোসেন মিয়া, সাধারণ সম্পাদক এম.এ খালেদ পাভেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানসহ জেলা বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শোভাযাত্রা ও দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা।