মহান বিজয় দিবসে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে গত ১৬ই ডিসেম্বর সকালে শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতাকর্মীরা।
এরপর পৌর বিএনপি, জেলা মহিলা দল, জেলা যুবদল, জেলা ছাত্রদল, জেলা কৃষক দল, জেলা শ্রমিক দল, নির্মাণ শ্রমিক দল, জিয়া সাইবার ফোর্স শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী আহসানুল করিম হিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য রইচ উদ্দিন ডিউক, জেলা বিএনপির সদস্য এ. মজিদ বিশ্বাস, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম রনি, পৌর যুবদলের আহ্বায়ক শামসুল আলম খান রানা, যুবদল নেতা খাইরুল ইসলাম খায়রু, জেলা কৃষকদলের আহ্বায়ক আইয়ুবুর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার প্রিয়া ও সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন এ সময় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ১৯৭১ সালে প্রাণ দিয়ে, রক্ত দিয়ে যারা এ দেশকে স্বাধীন করেছে তারা আমাদের দেশের সূর্য সন্তান। তাদেরকে আমরা গভীর ভাবে স্মরণ করছি। দীর্ঘদিন বাংলাদেশে কোন গণতন্ত্র ছিল না। মানবাধিকার ছিল না। আগামীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক জিয়ার নেতৃত্বে আমরা একটি সোনালী বাংলাদেশ গড়ে তুলবো। আজকের এই মহান বিজয় দিবসে আহ্বান বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হোক, আমাদের দেশের মাটি থেকে ফ্যাসিবাদ নির্বাসিত হোক।