ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
পাংশার কলিমহর ইউনিয়নে বিএনপির জনসভা অনুষ্ঠিত
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১২-১৭ ১৫:১২:৩২

মহান বিজয় দিবস-২০২৪ উপলক্ষে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গতকাল ১৭ই ডিসেম্বর বিকালে সাঁজুরিয়া জেহরা জেরীন উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা অনুষ্ঠিত হয়েছে।

 কলিমহর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং কলিমহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেনের উপস্থাপনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এডভোকেট মোঃ লিয়াকত আলী বাবু, প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মোঃ কামরুল আলম, বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল করিম পিন্টু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, পাংশা পৌর বিএনপির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খান, বিএনপি নেতা শরিফুল ইসলাম মিষ্টি, কাজী আব্দুর রশিদ ও মকবুল হোসেন লাল্টু মাষ্টার প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কলিমহর ইউপির সাবেক চেয়ারম্যান এডভোকেট মোঃ আক্কাস আলী। জনসভায় কলিমহর ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 বিএনপির নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির শীর্ষ পর্যায় থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন। নানা অত্যাচার-নির্যাতন, হামলা-মামলা, দমন পীড়ন সহ্য করেও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠ ছাড়েনি। ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। শুধু পতনই না শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতা বিদেশে পালিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়ে জনসাধারণের বিভ্রান্ত করছেন। তারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার গভীর ষড়যন্ত্র করছে।

 বিএনপি নেতৃবৃন্দ আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহবান জানান।

 নেতৃবৃন্দ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে রাজবাড়ী-২ আসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 জনসভায় রাজবাড়ী জেলা বিএনপি, পাংশা উপজেলা বিএনপি, পাংশা পৌরসভা বিএনপি, কলিমহর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন সমূহের নেতাকর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।

 
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ