ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
দাদশীতে বিএনপির বিজয় মিছিলে গুলিবর্ষণের ঘটনায় প্রতিবাদ সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-১৭ ১৫:১৪:২২

মহান বিজয় দিবস উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার দাদশী বাজারে ইউনিয়ন বিএনপির বিজয় মিছিলে গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে গতকাল ১৭ই ডিসেম্বর বিকালে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
 সভায় দাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন, দাদশী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মর্তুজা, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন লিটন, দাদশী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাক, দাদশী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব জহুরুল ইসলাম নুরুন্নবী, দাদশী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, হোসেন জাহিদ চৌধুরী মন্ডল, আব্দুল হালিমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 বক্তাগণ অবিলম্বে বিএনপির বিজয় মিছিলে গুলিবর্ষণকারী মহিউদ্দিন খান মহাকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবী জানায়।  
 স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জানায়, গত ১৬ই ডিসেম্বর বিকালে বিজয় দিবস উপলক্ষে দাদশী বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় দাদশী তিন রাস্তার মোড়ে মহিউদ্দিন খান মহা নামের এক ব্যক্তি মিছিলে গুলি ছোড়ে। ছররা গুলিতে মোহর(৭০) নামে এক রিক্সা চালক আহত হয়। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

 

পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ