ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
এনডিএম বালিয়াকান্দি উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-১৮ ১৩:৪৪:৫৮

৩১ সদস্য বিশিষ্ট রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম।

 গত ১৭ই ডিসেম্বর বিকালে এনডিএমের এক আলোচনা সভায় এই কমিটির ঘোষণা দেন দলটির মহাসচিব এবং রাজবাড়ী-২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মোমিনুল আমিন।

 এ কমিটিতে রেজাউল ইসলামকে আহ্বায়ক ও জিয়াউল ইসলামকে সদস্য সচিব করা হয়। 

 একই সময় ভার্চুয়ালে দলটির সহযোগী সংগঠন ছাত্র আন্দোলনের বালিয়াকান্দি উপজেলা শাখার কমিটিও ঘোষণা করেন তিনি।

 ছাত্র আন্দোলনের বালিয়াকান্দি উপজেলার আহবায়ক হিসাবে নিশান মাহমুদ এবং সদস্য সচিব হিসাবে শুভের নাম ঘোষণা করা হয়। এ সময় এনডিএম এর রাজবাড়ী জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 ভার্চুয়াল বক্তব্যে মোমিনুল আমিন বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা জাতীয় ঐকমত্য গঠনে যে কমিশন গঠনের কথা বলেছেন সেটার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কারণ অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকার এবং এই সরকারেরই দায়িত্ব সংস্কার প্রশ্নে সকলের সাথে আলোচনা করা। আমরা দ্রুতই একটি জাতীয় নির্বাচনের মহাসড়কে উঠতে চাই।

 তিনি বলেন, আজ থেকে বালিয়াকান্দিতে নতুনভাবে যাত্রা শুরু করলো এনডিএম। এখানকার জনপ্রতিনিধি হিসেবে সংসদে যেতে পারলে আমি বালিয়াকান্দি উপজেলাকে একটা পর্যটন স্পট হিসাবে গড়ে তুলব। আমার এই আসনে একটি কারিগরি প্রশিক্ষণ ইনষ্টিটিউট স্থাপন করব। যেখান থেকে দক্ষ জনবল তৈরি করে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করব। একইসাথে এই সংসদীয় আসনে একটি মানসম্মত হাসপাতাল এবং কৃষি গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলব।

 
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
সর্বশেষ সংবাদ