ঢাকা মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫
রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-১৮ ১৩:৪৭:৪৬

॥ রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক ২০২৪-২৫ অর্থ বছরে বোরো মৌসুমে ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়েছে। 

 গত ১৭ই ডিসেম্বর সকালে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষকদের মাঝে বিনামূল্যে এ হাইব্রিড ধান বীজ বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক।  

 এ সময় রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান, অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ তাফরিন জাহান ইতি, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মনসুর আলম উপস্থিত ছিলেন। 

 কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে সব শ্রেণীর চাষীদেরকে তাদের চাহিদা ভিত্তিক ফলপ্রসূ ও কার্যকর সম্প্রসারণ সেবা প্রদান করে কৃষকদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে স্থায়ী কৃষি ও আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে পারবে বলে মনে করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক ও কৃষি কর্মকর্তাবৃন্দ। 

 উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়নও রাজবাড়ী পৌরসভার ১হাজার ২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণ করা হয়।

 

রাজবাড়ীতে সম্মিলিতভাবে লিগ্যাল এইড কার্যক্রম আরো প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত
রাজবাড়ীতে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত দুই দিনের রিমান্ডে
রাজবাড়ীতে ৩৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ॥দোকানীর জরিমানা
সর্বশেষ সংবাদ