ঢাকা সোমবার, ডিসেম্বর ৩০, ২০২৪
সেনাবাহিনীর ব্যবস্থাপনায় অলিম্পিক এসোসিয়েশনের বিওএ ম্যারাথন অনুষ্ঠিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-২০ ১৩:৪০:২৬

ঢাকার জলসিড়ি আবাসন প্রকল্পে গতকাল ২০শে ডিসেম্বর ‘বিওএ ম্যারাথন-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। 

 বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় এই ম্যারাথনের আয়োজক ছিলো বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন(বিওএ)। 

 আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর) জানায়, ম্যারাথনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।

 প্রধান অতিথির বক্তব্যে সেনাবাহিনী প্রধান বলেন, এ ধরনের ম্যারাথনের আয়োজন জনসাধারণকে স্বাস্থ্য সচেতন এবং যুব সমাজকে ক্রীড়ামুখী করে তুলবে।

 ম্যারাথনে সর্বমোট ৫ হাজার ১১৬ জন ম্যারাথনার তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।

 সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিওএ’র কর্মকর্তাগণ, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান ও গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 

রাজবাড়ীর অনেক সমস্যা সমাধানে রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের সঙ্গে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে
রাজবাড়ী সফরে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি
রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
সর্বশেষ সংবাদ