ঢাকা শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪
রাজবাড়ীর আদালতে জিপি পদে নিয়োগ পেলেন এডঃ শাহিদুল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-২০ ১৩:৪১:১৭

 রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌঁসুলি(জিপি) এডঃ স্বপন কুমার সোমের নিয়োগ বাতিল করে নতুন জিপি হিসেবে এডঃ এ.এ.এম শাহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এ.এ.এম শাহিদুল ইসলাম অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে নিযুক্ত ছিলেন।

 গত ১১ই ডিসেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ(জিপি-পিপি) শাখার ২২৫ নং পত্রে জিপি এডঃ স্বপন কুমার সোমের নিয়োগ বাতিল এবং এডঃ এ.এ.এম শাহিদুল ইসলামকে জিপি পদে নিয়োগ প্রদান করা হয়। একই পত্রে এডঃ এ.এ.এম শাহীদুল ইসলামের অতিরিক্ত সরকারী কৌঁসুলি পদের নিয়োগ বাতিল করা হয়।

 এ প্রেক্ষিতে এডঃ এ.এ.এম শাহিদুল ইসলামকে জিপি পদে গত ১১ই ডিসেম্বর রাজবাড়ীর জেলা ম্যাজিস্ট্রেটের নিকট যোগদান করেন। 

 উল্লেখ্য, গত ২৯শে অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ(জিপি-পিপি) শাখা থেকে এডঃ স্বপন কুমার সোমকে জিপি এবং এডঃ এ.এ.এম শাহিদুল ইসলামকে অতিরিক্ত জিপি নিয়োগ করা হয়। এ প্রেক্ষিতে পরদিন ৩০শে অক্টোবর বেলা ১১টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার যৌথ আয়োজনে জেলা বার এসোসিয়েশনের সামনে জিপি এডভোকেট স্বপন কুমার সোম এবং জেলা ও দায়রা জজ আদালতের নবনিযুক্ত অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট খোন্দকার হাবিবুর রহমান বাচ্চুকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত করে।

 

 

ভারতের সমর্থনে ফ্যাসিস্ট হাসিনা বিএনপির নেতাকর্মীদের নির্মমভাবে নির্যাতন ও নিপীড়ন করেছে---খৈয়ম
তাবলীগের সাথীদের হত্যাকান্ডের ঘটনায় রাজবাড়ীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
রাজবাড়ীর আদালতে জিপি পদে নিয়োগ পেলেন এডঃ শাহিদুল
সর্বশেষ সংবাদ