ঢাকা শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫
তাবলীগের সাথীদের হত্যাকান্ডের ঘটনায় রাজবাড়ীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-২০ ১৩:৪২:০৯

 টঙ্গী ময়দানে মাওলাদ সাদপন্থী সন্ত্রাসী উগ্রবাদীদের হাতে ঘুমন্ত নিরীহ তাবলীগের সাথী ও ওলামায়ে কেরামদের নৃশংসভাবে হত্যাকান্ড ও হামলার প্রতিবাদে রাজবাড়ী শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ওলামায়ে কেরাম ও তাবলীগ সাথীরা।

 গতকাল ২০শে ডিসেম্বর বাদ জুম্মা জেলা শহরের আজাদী ময়দানে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 প্রতিবাদ সমাবেশে জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা ইলিয়াস আলী মোল্লা, ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোহাম্মদ সিরাজুম্মুনির, জেলা ইমাম কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আনসারী, রাজবাড়ী সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সৈয়দ আহম্মেদ, জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ তাইয়্যেবী, রহিমুন্নেছা মাদ্রাসার ইমাম ও খতিব মাওলানা আলাউদ্দিন আজাদ, দুধ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবু যর, মুফতি আজম, ক্বারী আবু ইউসুফ, মুফতি শহিদুল ইসলাম এবং হাফেজ হাসিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

 বক্তারা বলেন, টঙ্গী ইজতেমার ময়দানে যে ঘটনাটি ঘটেছে সারা পৃথিবীতে বাংলার ওলামায়ে কেরামদেরকে কলঙ্কিত করা হয়েছে। টঙ্গীর ময়দানে জঙ্গি কায়দায় ঘুমন্ত নিরীহ মানুষদের ওপর আক্রমণ করা হয়েছে। টঙ্গীর ইজতেমার মাঠে রাতে সন্ত্রাসী কায়দায় হামলা করে যারা মানুষ হত্যা করে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। সাদপন্থীদের যদি সঠিক বিচার না করা হয় তাহলে আমরা কঠিন আন্দোলন করবো। তাবলীগ জামাতের সঙ্গে মাওলানা সাদপন্থীদের কোনো সম্পর্ক নেই। তারা উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী। তাবলীগ জামাতের মুরব্বি মাওলানা সাদসহ তার অনুসারীদের আজীবন নিষিদ্ধ করতে হবে। এসময় বক্তারা টঙ্গীর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি আজাদী ময়দান থেকে বের হয়ে বড়পুল সিঙ্গারের মোড় প্রদক্ষিণ করে ১নং রেলগেটে এসে শেষ হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে মুসলিম উম্মাহদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

 
পরকীয়ার টানাপোড়েনে প্রবাসীর স্ত্রীকে হত্যা করে নোয়াখালী হেমায়েত॥পুলিশের অভিযানে গ্রেপ্তার
 পানিতে ডুবে বোনের মৃত্যুতে রাব্বির সুন্নতে খতনার অনুষ্ঠানের আনন্দ রূপ নিল বিষাদে!
 রাজবাড়ীতে সফরে এসে ডাঃ তাসনিম জারার আবেগঘন স্ট্যাটাস
সর্বশেষ সংবাদ