রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে গতকাল ২০শে ডিসেম্বর বিকেলে ইউনিয়ন বিএনপির আয়োজনে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বক্তব্য রাখেন।
আলীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডলের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহীন ও জেলা যুবদলের সভাপতি খায়রুল আনাম বকুল বক্তব্য রাখেন।
জনসভায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দীর্ঘদিন এই আলীপুর আসতে পারি নাই। দীর্ঘদিন পর এই আলীপুরে এসে আপনাদের সাথে কথা বলতে পারছি। অনেক ভালো লাগছে আপনাদের মাঝে এসে মন খুলে আজ কথা বলতে পেরে। এতদিন তো আপনাদের সাথে কথা বলতে পারি নাই। এতদিন কেনো কথা বলতে পারি নাই তা আপনারা ভালো করেই জানেন। শেখ হাসিনা বহু মানুষকে হত্যা করেছে, গুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে। দীর্ঘদিন এই এলাকার আমাদের নেতাকর্মীরা ঘরে থাকতে পারে নাই। তারা তাদের পরিবারের সাথে থাকতে পারে নাই। এই স্বৈরাচারীর মিথ্যা মামলায় আমাদের সকল নেতাকর্মীদের থাকতে হয়েছে পালিয়ে, থাকতে হয়েছে জেলে। আমাদের অনেক প্রবাসীরা এই স্বৈরাচারীর অত্যাচারের ভয়ে দেশে আসেনি। আবার অনেকে দেশ ছেড়েছে। ২০১৮ সালে নির্বাচনের আগে খলিফাপট্টিতে আমার ওপর এবং আমার সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করে। আমি কখনো ভাবি নাই আমার ওপর হামলা করবে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বাংলাদেশকে শ্মশানে পরিণত করা হয়েছিলো। শেখ হাসিনাকে গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে। ভারত আমাদের প্রতিবেশী দেশ হলেও এই ১৭ বছরে শেখ হাসিনার সকল অপকর্মের সমর্থন করেছে ভারত। ভারতের সাথে আমাদের দলের নেতাকর্মীরা কথা বলেছে বারবার। আমরা সৎ প্রতিবেশী সুলভ আচরণ ভারতের কাছ থেকে আশা করি। আমরা সৎ প্রতিবেশী চাই। ভারতের কাছে বারবার আহ্বান করার পরেও ভারত সমর্থন করেছে শেখ হাসিনাকে, ভারত সমর্থন করছে হত্যাকান্ডকে। ভারতের সমর্থনে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিএনপির নেতাকর্মীদের নির্মমভাবে নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে। হাসিনা প্রমাণ করেছে সে ভারতের একটি উৎকৃষ্ট দালাল। তাই ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেখানে থেকে হাসিনা ষড়যন্ত্র করছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার আমলে আয়না ঘর করে হাজার হাজার নেতাকর্মীদের গুম করে সেখানে নির্যাতন করা হয়েছে। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ টাকা লুট করে হাসিনা তার আত্মীয় স্বজনদের কাছে পাঠিয়েছে। শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ বাংলাদেশ থেকে ৬০ হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে। যেই টাকা দিয়ে বাংলাদেশে ৬০০ হাসপাতাল তৈরি করা যেতো।
জনসভায় ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।