ঢাকা রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
গোয়ালন্দের দুর্গম কুশাহাটার চরে কম্বল নিয়ে অসহায় দরিদ্রদের পাশে ইউএনও
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-২১ ১৩:৪২:৩৭

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দুর্গম চরাঞ্চল রাখালগাছি এলাকায় গতকাল ২১শে ডিসেম্বর শীতার্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। 

 জানা গেছে, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান গতকাল শনিবার দুপুরে ট্রালারযোগে দুর্গম চরাঞ্চল কুশাহাটায় গিয়ে উক্ত কম্বল বিতরণ করেন।

 এছাড়াও তিন গত কয়েকদিনে তীব্র শীতে রাতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এবং বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়েও কম্বল বিতরণ করেন। 

 রাতের আঁধারে তিনি সড়কে থাকা ভাসমান অসহায় মানুষের হাতে কম্বল তুলে দিলে খুশী হয় তারা। 

 কম্বল পাওয়া অন্তার মোড়ের বাজারের পান দোকানদার মোবারক শেখ বলেন, গভীর রাত পর্যন্ত পান বিক্রি করি। এখন শীতের মাত্রা বেশী। আবার মৃদু বাতাস বইতে শুরু করেছে। এতে শীত বেড়েছে গোয়ালন্দে। হঠাৎ করে ইউএনও’র গাড়ী এসে থামল গতকাল রাতে। আমাকে ও আশে পাশের অবস্থানরত ছিন্নমুল অনেকের গায়ে কম্বল দিলেন এবং কয়েকটি বাড়িতে গিয়েও তিনি কম্বল দিলেন।

 গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, রাজবাড়ী জেলা পরিষদ থেকে বরাদ্দকৃত কম্বল হাতে পেয়েই তা বিতরণ শুরু করেছি। কম্বলগুলো অগ্রাধিকারের ভিত্তিতে দুস্থ ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। বিভিন্ন এতিম খানা ও মাদ্রসায় কম্বল বিতরণ করা হবে। এছাড়াও আমরা বিভিন্ন এলাকার অসহায়দের বাড়িতে বাড়িতে গিয়েও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করছি। 

গোয়ালন্দ প্রিমিয়ার লীগ ক্রিকেটে চ্যাম্পিয়ন দুরন্ত ক্রিকেট একাদশ
 গোয়ালন্দের দুর্গম কুশাহাটার চরে কম্বল নিয়ে অসহায় দরিদ্রদের পাশে ইউএনও
বালিয়াকান্দির চাঞ্চল্যকর সালমা হত্যাকান্ডের একমাত্র আসামী আরিফ সাভার থেকে গ্রেপ্তার
সর্বশেষ সংবাদ