রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরী ঘাটের সংযোগ সড়ক থেকে ফেরীতে ওঠার সময় গত ২১শে ডিসেম্বর দিনগত রাত দেড়টার দিকে একটি কার্ভাড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুনে আটকে যায়।
এ সময় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় কার্ভাড ভ্যানের চালক ও সহকারী। তবে ঘটনার পর থেকে ঘাটের ৭নং ফেরী ঘাটের পন্টুন বন্ধ হয়ে যায়। এর ১২ ঘন্টা পর কার্ভাড ভ্যানটি উদ্ধার করে ঘাট সচল করে বিআইডব্লিটিসি।
নিয়ন্ত্রণ হারানো কার্ভাড ভ্যান ট্রাকের চালক ফিরোজ জানান, আমার সহকারী হেলপারের মাথায় আঘাত লেগেছে। আমার গাড়ীর সামনে একটি মাইক্রোবাস থাকায় ওই গাড়িটি সামনে আগানোর পর আমি ব্রেক থেকে পা উঠিয়ে সামনে আগানোর পরে আমার ব্রেক আর কাজ করে নাই। সেজন্য সোজা পন্টুনে আটকে গেছে। তিনি বলেন হঠাৎ করে এ দুর্ঘটনাটি ঘটেছে।
এ ঘাটে ইতিপূর্বেও অনেক গাড়ীই ফেরীতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে যায় এবং হতাহতের ঘটনাও ইতিপূর্বে অনেক ঘটেছে। ফেরীতে ওঠার আগের সংযোগ সড়কটি বেশি ঢালু হওয়ায় এ দুর্ঘটনা মাঝে মধ্যেই ঘটে বলে জানান একাধিক চালকরা। তবে এখানে ফেরী ঘাট কর্তৃপক্ষের গাফিলতির কথাও বলেছেন চালক ও যাত্রীরা। সময়মতো সংযোগ সড়কটি সংস্কার না হওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটছে বলেও জানান তারা।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোঃ সালাহ উদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত গাড়িটি রাত দেড়টার দিকে ফেরী লোড হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেরীতে না উঠে পাশে পন্টুনে আটকে যায় এবং গাড়িটি যেনো নদীতে পড়ে না যায় সেজন্য রাত থেকে ঘাটটি বন্ধ রাখা হয়। তবে এ ঘটনায় কোন নিখোঁজ নেই। গতকাল ২২শে ডিসেম্বর দুপুর দেড়টার দিকে ট্রাকটি উদ্ধার করা হয়। ১২ ঘন্টা পর ফেরী ঘাটটি সচল হয়েছে।