ঢাকা বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২৫
পাংশা উপজেলার আইন-শৃঙ্খলা কমিটিসহ পৃথক ৪টি সভা
  • মোক্তার হোসেন
  • ২০২৪-১২-২৩ ১৪:০৫:০৩

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল ২৩শে ডিসেম্বর সকালে আইন-শৃঙ্খলা কমিটির ডিসেম্বর মাসের মাসিক সভাসহ পৃথক ৪টি সভা অনুষ্ঠিত হয়েছে।
 জানা যায়, গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সভাপতিত্বে আইন-শৃঙ্খলা কমিটির সভায় পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, মৌরাট ইউপির চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান প্রামানিক ও মাছপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান মোন্তাজ উদ্দিন মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।
 এর আগে উন্নয়ন সমন্বয় কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম আবু দারদা, এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ পৃথ্বীজ কুমার দাস ওউপজেলা যুব উন্নয়ন অফিসার দেওয়ান মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
 গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায় প্রকল্পের রাজবাড়ী জেলা ব্যবস্থাপক মোঃ শরিফুল ইসলাম এবং নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা কমিটির সভায় রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। উভয় সভায় সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ
দৌলতদিয়ায় সুবিধাবঞ্চিত নারী ও এনজিও’র সাথে ডিসির মতবিনিময়
কালুখালীতে শীতার্তদের মাঝে  রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ
সর্বশেষ সংবাদ