“সুস্থ দেহে সুন্দর মন, গড়ে তোলে ক্রীড়াঙ্গন” এ শ্লোগানে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে গতকাল ২৩শে ডিসেম্বর বিকালে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গোয়ালন্দ সোনালী ক্লাবের উদ্যোগে প্রীতি ম্যাচে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর নৃত্য ফুটবল একাডেমী ও গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি একে অপরের মোকাবেলা করে।
নির্ধারিত সময়ের খেলায় খানখানাপুর নৃত্য ফুটবল একাডেমী ৩-১ গোলে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি দলকে পরাজিত করে জয়লাভ করে।
প্রীতি ম্যাচে খানখানাপুর নৃত্য ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও কোচ নৃত্যানন্দ নন্দী, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটি এবং সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মোঃ সাজ্জাদ হোসেন, কোচ আরিফ হোসেন নারু, খানখানাপুর নৃত্য ফুটবল একাডেমীর কোষাধ্যক্ষ রাইসুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।