ঢাকা শনিবার, এপ্রিল ৫, ২০২৫
দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে পদ্মা ও যমুনায় চাঁদাবাজিকালে ৫জন গ্রেপ্তার
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১২-২৪ ১৪:৫৫:৪২

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌ পুলিশের অভিযানে পদ্মা ও যমুনা নদীতে চলাচলকারী বিভিন্ন নৌযান হতে চাঁদাবাজিকালে ৫জনকে গ্রেফতার করা হয়েছে

 গত ২৩শে ডিসেম্বর বিকালে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃতরা হলো- মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার পারুরিয়া এলাকার আঃ রহমানের ছেলে রাসেল রানা(২৪), একই এলাকার গোলাম ইয়াসিনের ছেলে রফিকুল ইসলাম(২২), মৃত নুরু বেপারীর ছেলে রুবেল বেপারী(২৫), করিম শেখের ছেলে বাদশা শেখ(২০) ও শহিদুল্লাহ সিকদারের ছেলে রবিউল সিকদার(৩৫)।

 দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ এমরান মাহমুদ তুহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩শে ডিসেম্বর বিকেলে দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন পদ্মা-যমুনা নদীর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিরাজগঞ্জের বালু মহাল থেকে বৈধভাবে বালু ক্রয় করে আনা বাল্কহেড জাহাজে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের চেষ্টাকালে ৫ জনকে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে চাঁদাবাজীতে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা ও নৌকায় থাকা দুইটি হাসুয়া উদ্ধার করা হয়। 

 
বালিয়াকান্দিতে ঈদের ছুটিতেও চলছে গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান
রামকান্তপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঈদের ছুটিতে চলছে স্বাস্থ্যসেবা প্রদান
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
সর্বশেষ সংবাদ