রাজবাড়ী জেলার পাংশা মডেল থানা পুলিশ গত ২৩শে ডিসেম্বর বিকালে উপজেলার পাট্টা ইউপির মুছিদহ খামারডাঙ্গী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফতাব শেখ(৩৫) ও খাইরুল ইসলাম (২১) নামের ২জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
ধৃত আফতাব শেখ মৌরাট ইউপির পূর্ব বাগদুলী গ্রামের ছিরু শেখের ছেলে এবং খাইরুল ইসলাম কশবামাজইল ইউপির ডেমনামারা গ্রামের মৃত জামির মন্ডলের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোঃ শিহাবুদ্দীনসহ সঙ্গীয় পুলিশ গত সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে পাট্টা ইউনিয়নের মুছিদহ খামারডাঙ্গী গ্রামের সিরাজ মন্ডলের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করে। পুলিশ তাদের হেফাজত থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদকদ্রব্য বিক্রির ১হাজার ৪২০ টাকা, ১টি মোবাইল ফোন সেট ও ১টি কালো রঙের এ্যাপাসি মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করে।
এ ব্যাপারে এসআই মোঃ শিহাবুদ্দীন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আফতাব শেখ ও খাইরুল ইসলামের বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেছে।
গতকাল ২৪ শে ডিসেম্বর আসামী আফতাব শেখ ও খাইরুল ইসলামকে পাংশা মডেল থানা থেকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।