ঢাকা বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬
গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১২-২৪ ১৪:৫৬:৫০

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৪শ ডিসেম্বর দুপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, গোয়ালন্দ ঘাট থানার এসআই মাহাবুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট প্রদীপ কান্তিসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। 

 সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, আগামী ২৫শে ডিসেম্বর বড়দিন ও ৩১শে ডিসেম্বর ইংরেজী নববর্ষ এই দুটি দিন দিবস যেন শান্তিপূর্ণভাবে কাটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া, বড়দিন উপলক্ষে ২৫শে ডিসেম্বর বিকাল থেকে ২৬ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত বাংলা মদের দোকান বন্ধ রাখা, ফেরীতে জুয়া খেলা নিযন্ত্রণে ব্যবস্থা নেয়া, উপজেলার বিভিন্ন এলাকায় পুকুর বা নদী থেকে যে কেউ ড্রেজিং করে মাটি ও বালু বিক্রি করতে না পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়া, মাদক নির্মূলে কঠোর ব্যবস্থা নেয়াসহ উপজেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং সেগুলো বাস্তবায়ন করা নিয়ে আলোকপাত করা হয়।

বালিয়াকান্দির নারুয়া বাজারে বেকারীর মালিককে জরিমানা
 পাংশার বৃত্তিডাঙ্গায় আদিবাসী পরিবারের মাঝে কম্বল বিতরণ
গোয়ালন্দে ভোটারদের উদ্বুদ্ধ করতে ভোটের গাড়ীর প্রচারণা কার্যক্রম উদ্বোধন
সর্বশেষ সংবাদ