ঢাকা বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫
গোয়ালন্দে নবাগত ইউএনও নাহিদুর রহমানের যোগদান
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১২-২৪ ১৪:৫৯:৫৩

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান গতকাল ২৪শে ডিসেম্বর দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

 ৩৪তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোঃ নাহিদুর রহমানের বাড়ী বরগুনা জেলার বামনা উপজেলায়। গোয়ালন্দে যোগদানের পূর্বে তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

 দায়িত্ব গ্রহণের পর মোঃ নাহিদুর রহমান বলেন, গোয়ালন্দ উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ রোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করার লক্ষ্যে তিনি কাজ করবেন। এর পাশাপাশি তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন ও শিক্ষার প্রসারে সচেষ্ট থাকবেন। তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

 
রাজবাড়ীতে গাছ সুরক্ষার জন্য পেরেক অপসারণ কর্মসূচী শুরু
 কালুখালীতে মোবাইল কোর্টে মরা মুরগীর মাংস বিক্রেতাকে জরিমানা
 গোয়ালন্দে পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডে চাঁদাবাজী॥৬জনকে আটকের পর জরিমানা
সর্বশেষ সংবাদ