রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৭০ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিলসহ ২জন মাদক বিক্রেতাকে ডিবি’র সদস্যরা গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো- দৌলতদিয়া শাহাদাৎ মেম্বার পাড়া এলাকার হাসেম সরদারের ছেলে শরিফুল ইসলাম অর্নব(২৬) ও শাহাজুদ্দিন বেপারী পাড়া এলাকার মজিবর মন্ডলের ছেলে মমিন মন্ডল(৩০)।
জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ মফিজুল ইসলাম জানান, গত ২৪শে ডিসেম্বর বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দৌলতদিয়া ফেরী ঘাট সংলগ্ন সিদ্দিক কাজীর পাড়া এলাকার নুরু শেখের চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে উল্লেখিতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।