রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গতকাল ২৫শে ডিসেম্বর মাছপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, সকাল ১০টায় মাছপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে এবং মোঃ মিজানুর রহমানের উপস্থাপনায় ফ্রি ব্লাড ক্যাম্পেইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হারুন অর রশিদ বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ সুলতান মাহমুদ, পাংশা পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারী খোন্দকার মাওলানা মোঃ আব্দুল হালিম, মাছপাড়া ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নিজাম উদ্দিন পাইন, ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, এ.এস.এম রহমত উল্লাহ ও কমলেশ চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন।
জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের প্রায় অর্ধশত সদস্য স্বেচ্ছাসেবক হিসেবে ফ্রি ব্লাড ক্যাম্পেইনে সহযোগিতা করে। ক্যাম্পেইনে নারী ও পুরুষের জন্য পৃথক দু’টি বুথ করা হয়। ক্যাম্পেইনে ৫ শতাধিক ব্যক্তি ব্লাড গ্রুপ টেস্ট করান।