বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় আছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। দুর্নীতি বন্ধে, যারা লুটপাট করে টাকা পাচার করেছে সেই টাকা ফেরত আনার সহযোগিতা করতে চাই। যারা হাজারেরও বেশি খুন করেছে সেই খুনিদের বিচারের সহযোগিতা করতে চাই। যারা এই বাংলাদেশের ব্যাংকগুলোর টাকা মেরে নিয়ে কানাডা, আমেরিকা বাড়ী করেছে, বেগম পাড়া বানিয়েছে তাদের শাস্তি দেওয়ার সহযোগিতা করতে চাই।
গতকাল ২৫শে ডিসেম্বর বিকেলে রাজবাড়ী শহরের ১নং রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বর পাকরতলা মঞ্চে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেলা শাখার আয়োজনে সম্মেলন ও জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান বলেন, দেশের আইন-শৃঙ্খলার রক্ষা যাতে ঠিকমতো হয়, পুলিশ বাহিনী যেনো তাদের স্বাধীনতার সঙ্গে কাজ করতে পারে আমরা সহযোগিতা করতে চাই সরকারকে। পুলিশ কোন দলের আজ্ঞাবহ হয়ে থাকবে না। যা ইচ্ছে তাই করতে পারবে না। আমরা এ রকম একটি আইন-শৃঙ্খলা বাহিনী চাই এবং তাদের সহযোগিতা করতে চাই। আমরা সহযোগিতা করতে চাই যাতে এমন নির্বাচন হোক টাকা দিয়ে না, মাল দিয়ে না, রাতের সীল দিয়ে না, যাতে আমার ভোট আমি দিয়ে পছন্দ মতন ব্যক্তি নির্বাচন করতে পারি।
তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ সংগ্রামে ছিলাম। দেশে জঙ্গিবাদের উত্থান আসলো, তালেবানি রাষ্ট্র আসলো আমরা তখনো ছিলাম। কিন্তু আমরা দিনের ভোট যখন রাতে হলো তখন আমরা থাকতে পারি নাই। আমরা শেখ হাসিনাকে বলেছি এই কারণে আপনার সঙ্গে থাকা যাবে না। শেখ হাসিনা তার গোটা জীবনটায় এভাবে পার করতে চেয়েছিলেন। কিন্তু পারেন নাই। উনাকে চলে যেতে হয়েছে। শুধু উনি না, উনার যত সাঙ্গপাঙ্গ আছে তাদের বিপদে ফেলে দিয়ে উনি চলে গেছে।
জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বাবু, জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান আলী সাজু বক্তব্য রাখেন।
বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল গুহের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে ফরিদপুরের জাসদ নেতা আশরাফুল ইসলাম তারা, বাংলাদেশ জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সুমাইয়া অন্তু প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় জাসদ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।