রাজবাড়ী সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চে বর্ণাঢ্য আয়োজনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন(ক্রিসমাস ডে) উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল ২৫শে ডিসেম্বর সকালে কলেজ পাড়া এলাকায় রাজবাড়ী ব্যাপ্টিস্ট চার্চে আনুষ্ঠানিকভাবে কেক কেটে যিশু খ্রিস্টের শুভ জন্মদিন উদযাপন করেন অতিথি ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা।
ব্যাপ্টিস্ট চার্চের পালক জেমস হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বক্তব্য রাখেন।
এ সময় পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন, রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজিদ ও জেলা প্রশাসকের সহধর্মিনী শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) নাদিয়া জুঁই, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহুয়া শারমিন ফাতেমা, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) আবু রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মারিয়া হক, এনডিসি নাহিদ আহমেদ, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান, ডিআইও-১ এম সাকের আহমেদ, চার্চের সম্পাদক রবীন দে, উইলিয়াম কর্মকার, এলেক্স, মনোজ বিশ্বাস, ঈশান, স্তব, শিউলী কর্মকার, বুলবুলি দে ও বেবী বিশ্বাসসহ অন্যান্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকে বড়দিনের শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়ে বলেন, আজকের এই দিনটি শুধু আপনাদের জন্যে নয়, আমাদের সকলের জন্য। আমরা একটি উৎসব মুখর পরিবেশে এখানে এসেছি। আমরা মনে করি আমাদের দেশ একটি সামাজিক সম্প্রীতির রাষ্ট্র। আমরা আজকের এই দিনে আমাদের যত সংকীর্ণতা আছে, পাপ আছে আমরা সেগুলোকে ধুয়ে ফেলে আগামী দিনে যে রাষ্ট্র দেখি, সুন্দর একটি সমাজ দেখি যেখানে সবাই আমরা যার যার ধর্ম পালন করব, সেখানে সবার পার্টিসিপেশন থাকবে আজকের দিনের মতন। এ রকম একটি সমাজ আমরা প্রত্যাশা করি। সেই সমাজ আমরা যদি গড়তে পারি, আমাদের যে কাঙ্খিত লক্ষ্য রাষ্ট্রের যে উন্নয়ন সেটি সম্ভব হবে। আমরা প্রত্যাশা করি আজকের এই অনুষ্ঠানে যারা এসেছেন সম্মানিত পুলিশ সুপার মহোদয়, আমার সহধর্মিনীসহ, আমাদের অন্যান্য পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ রয়েছেন এবং অন্যান্য অতিথিদের প্রতি রইলো বড়দিনের শুভেচ্ছা।
পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন বলেন, আজকে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে সকলকে শুভেচ্ছা রইলো। মানুষকে ভালোবেসে আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। বিশ্বের সকল স্তরে শান্তি বিরাজ করুক এই হোক আমাদের আগামীদিনের প্রত্যাশা। আমাদের আগামীর বাংলাদেশ যেনো অনেক সুন্দর হয়, শান্তিময় বিশ্বে যেনো আমরা জায়গা করে নিতে পারি আজকের এই দিনে চাওয়া হোক এটাই।
শুভ বড়দিন উপলক্ষে জেলা প্রশাসক ও জেলা পুলিশের পক্ষ থেকে রাজবাড়ী সাইলাস মিড ব্যাপ্টিস্ট চার্চে কেক উপহার দেয়া হয়। এছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা খ্রিস্টান ধর্মাবলম্বীদেরকে চকলেট উপহার দেন।
উল্লেখ্য, দুই হাজার বছর আগে এই শুভ দিনে পৃথিবীকে আলোকিত করে জন্মগ্রহণ করেন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। বেথেলহেমের এক গোয়ালঘরে কুমারীমাতা মেরির কোলে জন্ম হয়েছিল যিশুর। খ্রিস্ট ধর্মানুসারীরা বিশ্বাস করে, যিশু ঈশ্বরের পুত্র। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে খ্রিস্টান সম্প্রদায়।