ঢাকা শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪
গোয়ালন্দে একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভার ডাক॥জনমনে উৎকণ্ঠা
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১২-২৫ ১৩:৩৮:২৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌর শহরের প্রাণকেন্দ্র শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে আগামী ৫ই জানুয়ারী একই স্থানে বিএনপি’র দুই গ্রুপ জনসভার আহবান করায় জনমনে উদ্বেগ-উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। 

 গতকাল ২৫শে ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় উপজেলার রেলস্টেশন সংলগ্ন গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এডঃ আসলাম সমর্থিত উপজেলা বিএনপি, পৌর ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে জনসভার ঘোষণা দেন। 

 সংবাদ সম্মেলনে গোয়ালন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ ও পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন। 

 এর আগে গত ২০শে ডিসেম্বর গোয়ালন্দ রেলস্টেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে জনসভা আহবান করে প্রস্তুতি সভা করেন জেলা বিএনপির বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি খৈয়ম সমর্থিত নেতৃবৃন্দ। এ জনসভায় অন্তত ২০ হাজার মানুষের সমাগম ঘটানোর ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু ও রাজবাড়ী জেলা বিএনপির উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস প্রমুখ। 

 তারা জনসভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নাম ঘোষণা করেন।

 এদিকে গতকাল ২৫ই ডিসেম্বর সংবাদ সম্মেলনে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দরা ঘোষণা দিয়ে বলেন, আগামী ৫ই জানুয়ারী খৈয়মের জনসভা প্রতিহত করা হবে। বিএনপি করতে হলে বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনুমোদিত জেলা ও উপজেলা বিএনপির নেতৃত্বে করতে হবে। 

 জনসভা প্রতিহতের বিষয়ে গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা বলেন, আমরা কোন সংঘাত চাই না। রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করব। নেতৃবৃন্দ বসে পুনরায় সিদ্ধান্ত নেব। তবে আমাদের বিরুদ্ধে আজকে সংবাদ সম্মেলনে তারা বহু মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য রেখেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

 তিনি আরো বলেন, আমরা অধিকাংশ নেতৃবৃন্দ জেলা ও উপজেলা বিএনপির বর্তমান ও সাবেক কমিটিতে বিদ্যমান আছি। উভয় কমিটির মেয়াদ বহু আগেই উত্তীর্ণ হয়ে গেছে। আমরা মেয়াদ উত্তীর্ণ সকল কমিটি বিলুপ্ত করে দ্রুত সময়ের মধ্যে কাউন্সিল দাবী করছি। 

 এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, একই স্থানে বিএনপির দুই গ্রুপের জনসভা আহবান করা হলেও কোন পক্ষই লিখিতভাবে তাদেরকে কিছু জানায়নি। বিষয়টি উদ্বেগজনক। এ নিয়ে ঊর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।

পাংশা রেলওয়ে স্টেশনের আধুনিকায়নের কাজ শুরু
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
কালুখালীতে কৃষক কদম হত্যার সাথে জড়িতদের শাস্তির দাবীতে মানববন্ধন
সর্বশেষ সংবাদ