রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল ২৬শে ডিসেম্বর সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষক-কৃষাণীর মধ্যে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাইমুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার জানায়, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ীর আঙ্গিনায় পরিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলার ৭টি ইউনিয়নের ৮৫ জন কৃষক-কৃষাণীর মধ্যে এ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।