কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়, জনবান্ধব সিভিল সার্ভিস ও উপসচিব পদে সকল কোটার অবসান চেয়ে রাজবাড়ী জেলার কালুখালীতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬ শে ডিসেম্বর সকাল ১১টায় কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয় প্রশাসন ক্যাডার ব্যতীত উপজেলা পর্যায়ে কর্মরত অন্যান্য বিসিএস ক্যাডারের কর্মকর্তাগণ, হাসপাতালের ডাক্তার ও নার্সসহ সকল কর্মকর্তা কর্মচারী।
মানববন্ধন চলাকালে হাসপাতালের জরুরী সেবা ব্যতীত সকল স্বাস্থ্য সেবা বন্ধ রাখা হয়।
মানববন্ধনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইসরাত জাহান উম্মন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট এনেস্থিসিয়া ডাঃ সাব্বির আহমেদ, গাইনী কনসালটেন্ট ডাঃ নাহিদা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাইমুর রহমান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ অনিক কুমার দাস প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রশাসন ক্যাডার ব্যতীত আমরা বাকি ২৫ ক্যাডার বঞ্চিত। ক্যাডারে কোন বৈষম্য থাকতে পারেনা। আমরা কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই। উপসচিব পদে সকল কোটার অবসান চাই। প্রশাসন সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তা মানতে হবে।
বক্তারা আরও বলেন, আগামী ৪ঠা জানুয়ারী ঢাকায় ক্যাডারের কর্মকর্তাদের জনসভা অনুষ্ঠিত হবে। প্রয়োজনে আরো কঠোর কর্মসূচী হাতে নেওয়া হবে।