রাজবাড়ী জেলার বালিয়াকান্দি স্টেডিয়ামে স্পোর্টস একাডেমীর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুরু হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট সিজন-২।
গতকাল ২৬শে ডিসেম্বর দুপুরে বালিয়াকান্দি স্পোর্টস একাডেমীর ভারপ্রাপ্ত সভাপতি মেহেদি হাসান অপুর সভাপতিত্বে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোন্দকার মশিউল আজম চুন্নু।
এ সময় উপজেলা ‘বিএনপির সদস্য সচিব এস এম মিজানুর রহমান বেলাল, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান মাসুদ, সদর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোহসিন খান, উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজল আহমেদ, সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, খোন্দকার শফিউল আজম শিবলু, কাজী মাসুকুর রহমান ছোটন প্রমুখ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেয় তালপট্টি ক্রিকেট একাদশ ও অলস্টার ক্রিকেট একাদশ এসএসসি ব্যাচ-২০২২।