ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫
রাজবাড়ীতে চার দফা দাবীতে কলেজ শিক্ষকদের মানববন্ধন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৪-১২-২৬ ১৩:৫৯:৩৪

 জনপ্রশাসন সংস্কার কমিশন প্রস্তাবিত উপসচিব পদে পদোন্নতিতে কোটা বাতিল, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে সিভিল সার্ভিসের বহির্ভূতকরণের প্রতিবাদ, জনবান্ধব সিভিল সার্ভিস এবং কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 গতকাল ২৬শে ডিসেম্বর বেলা ১১টায় রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা এই মানববন্ধন কর্মসূচী পালন করেন।

 মানববন্ধনে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ইকরামুল করিম, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ আবু জিহাদ আনছারী, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক কল্লোল কুন্ডু, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সামসুজ্জামান, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রাজবাড়ী জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বাংলা বিভাগের প্রভাষক মোঃ মাসুদুজ্জামান, পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মোঃ নাজির হোসেন, বাংলা বিভাগের প্রভাষক অনিরুদ্ধ মন্ডল, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক অরুপ কুমার প্রামাণিক ও গ্রন্থাগারিক মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 মানববন্ধন থেকে শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি চেষ্টার প্রতিবাদ, উপসচিব পদে পদোন্নতিতে কোটা বাতিলসহ আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন ও কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয়ের দাবী জানানো হয়।

 
ঈদযাত্রায় স্বস্তি ঃ দৌলতদিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পুলিশ সুপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ভিড় বাড়লেও ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছে মানুষ
আমরা সনাতনী যুবক সংগঠনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সর্বশেষ সংবাদ