রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির ঐতিহ্যবাহী নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে গতকাল ২৭শে ডিসেম্বর বিদ্যালয়ের ৬০তম বর্ষপূর্তি উপলক্ষে ‘হৃদয়ের বন্ধনে মিলন মেলা, দূরত্ব মুছে একসাথে চলা’ প্রতিপাদ্যকে সামনে রেখে পুনর্মিলনী ও বনভোজন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দিন ব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
জানা যায়, সকাল ৯টায় অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রাক্তন ছাত্রী ও অতিথিদের ফুল দিয়ে বরণের পর শান্তির প্রতীক পায়ড়া উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
এরপর পর্যায়ক্রমে প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া, ব্যাচ ভিত্তিক পরিচিতি ও স্মৃতিচারণ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও অতিথিবৃন্দের সংবর্ধনা, ফটোসেশন, খেলাধুলা, র্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বদর উদ্দিন আহমেদ ও বিনোদ কুমার বিশ্বাস, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ননী গোপাল চক্রবর্তী, সবিতা রানী বিশ্বাস, মঞ্জুয়ারা বেগম, সফুরা খাতুন ও আছিয়া খাতুন, অবসরপ্রাপ্ত করণিক আব্দুল জলিল ও বর্তমান প্রধান শিক্ষক কমল চন্দ্র মন্ডলকে সংবর্ধনা প্রদান করা হয়।
আড্ডা, স্মৃতিচারণ ও আলোচনায় অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। সবমিলে প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনীকে ঘিরে বিদ্যালয় মাঠ প্রাক্তন ছাত্রী এবং বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে আগত প্রাক্তন ছাত্রীরা প্রতি বছর পুনর্মিলনী আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করে। প্রাক্তনী নাদির হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় আয়োজক কমিটি পুনর্মিলনী অনুষ্ঠান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রায় তিন শতাধিক প্রাক্তন ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন গুলবাহার শিউলী, গুলনাহার, সূচিত্রা মিলি, চায়না সুলতানা, ডাঃ সুমী খাতুন, বিনোদ কুমার বিশ্বাস, কমল চন্দ্র মন্ডল ও মোঃ আশরাফুল আওয়াল।