ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
দৌলতদিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা আইয়ুব খান
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১২-২৮ ১৩:৫২:৫৫

 রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪নং ফেরী ঘাট এলাকার শাহাদৎ মেম্বার পাড়ায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতায় দাঁড়িয়েছেন দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব খান।

 গতকাল ২৮শে ডিসেম্বর বেলা ১১টায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত শহিদের বাড়ীতে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন আইয়ুব খান।

 উল্লেখ্য, গত ২৭শে ডিসেম্বর বিকালে শহিদের বাড়ীর রান্নাঘর হতে আগুনে তার তিনটি ঘর ও একটি গরু পুড়ে ছাই হয়ে যায় এবং দুটি গরু মারাত্মকভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। পরবর্তীতে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় পরিবারগুলোর প্রায় ১৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

 দৌলতদিয়া ইউনিয়ন শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব খান বলেন, আগুনে পোড়া অসহায় পরিবারের কথা চিন্তা করে আমি এই সহযোগিতার চেষ্টা করেছি। আমি চাই সমাজের সকল বিত্তবানরা পরিবারটির দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিক। 

 

গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ