ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোয়ালন্দ মোড়ে প্রস্তুতি সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৪-১২-২৮ ১৩:৫৪:১৫

 জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ২৮শে ডিসেম্বর গোয়ালন্দ মোড়ে বিএনপি অফিসে রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
 সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এডঃ মোঃ আসলাম মিয়া। 
 রাজবাড়ী সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সোহেল প্রামানিকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুল ইসলাম রোমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম-আহ্বায়ক আতিয়ার ও জেলা ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন প্রমুখ বক্তব্য রাখেন। 
 সভায় আগামী ১লা জানুয়ারী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য নানা উদ্যোগ নেওয়া হয়। 
 সভায় খানখানাপুর, শহীদওহাবপুর, মূলঘর, বসন্তপুর, সুলতানপুর, বানীবহ, পাঁচুরিয়া, দাদশী, বরাট, খানগঞ্জ, মিজানপুর, রামকান্তপুর, চন্দনী ও আলীপুর ইউনিয়নের সহস্রাধিক ছাত্রদলের নেতাকর্মী প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন। 
 প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আসলাম মিয়া বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ছাত্রদলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। অনেকেই ঘর ছাড়া হয়েছে। আগামী ১লা জানুয়ারী রাজবাড়ী শহরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 
 অন্যান্য বক্তারা বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কমপক্ষে ১৫/২০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবে। 

 

গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ