ঢাকা শুক্রবার, মার্চ ১৪, ২০২৫
দৌলতদিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাংবাদিক ফোরামের লেপ বিতরণ
  • মইনুল হক মৃধা
  • ২০২৪-১২-২৯ ১৫:১৬:০৫

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৪নং ফেরী ঘাট সংলগ্ন শাহাদৎ মেম্বার পাড়া এলাকায় আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত পরিবারসহ উজানচর ইউনিয়নের অসহায় আরও দুটি পরিবারের মাঝে শীতবস্ত্র হিসাবে ৫টি লেপ বিতরণ করেছে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম।

 গতকাল ২৯শে ডিসেম্বর দুপুরে সংগঠনের পক্ষ হতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তিনটি লেপ এবং উজানচর ইউনিয়নের আরও দুটি পরিবারের হাতে লেপ তুলে দেন সংগঠনের সদস্যরা।

 উল্লেখ্য, গত ২৭শে ডিসেম্বর বিকালে দৌলতদিয়ায় শহিদের বাড়ীর রান্নাঘর হতে সৃষ্ট আগুনে তার বাড়ীর দুটি বসত ঘর ও একটি গরু পুড়ে ছাই হয়ে যায় এবং দুটি গরু মারাত্মকভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস অফিসে খবর দেয়। পরবর্তীতে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 লেপ বিতরণকালে গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহ্বায়ক যুগান্তর রাজবাড়ী জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, যুগ্ম আহ্বায়ক ও যুগান্তর পত্রিকার গোয়ালন্দ প্রতিনিধি শামীম শেখ, যুগ্ম আহ্বায়ক দৈনিক বাংলা ও দৈনিক মাতৃকণ্ঠের গোয়ালন্দ প্রতিনিধি মইনুল হক মৃধা, সদস্য সচিব ও দৈনিক ইনকিলাবের গোয়ালন্দ প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, যুগ্ম সদস্য সচিব দৈনিক নয়া শতাব্দী ও দৈনিক আমাদের রাজবাড়ীর গোয়ালন্দ গোয়ালন্দ প্রতিনিধি মোঃ সাজ্জাদ হোসেন, সদস্য ও প্রতিদিনের সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি ফিরোজ আহম্মেদ, সদস্য ও দ্যা ডেইলি মর্নিং পোস্টের স্টাফ রিপোর্টার মজিবুর রহমান খান জুয়েল, দৈনিক আজকের দর্পণ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শাকিল মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।

 গোয়ালন্দ সাংবাদিক ফোরামের আহবায়ক হেলাল মাহমুদ বলেন, আগুনে পুড়ে যাওয়া অসহায় পরিবারের মানবেতর জীবন যাবন করছে এমন কথা চিন্তা করে তাদের নিকট গিয়ে আমরা সংগঠনের পক্ষ থেকে শীত নিবারনে তিনটি লেপ প্রদান করেছি, এছাড়াও উজানচর ইউনিয়নে দুটি অসহায় পরিবারের মাঝে দুটি লেপ প্রদান করা হয়েছে।

 তিনি আরও বলেন, গোয়ালন্দ সাংবাদিক ফোরাম সবসময় অসহায় মানুষের পাশে থেকে সেবা করে যাবে এবং আসাদের এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।

গোয়ালন্দে পদ্মা থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন॥প্রশাসন নীরব
 পাংশা উপজেলা প্রশাসনের পৃথক তিনটি সভা অনুষ্ঠিত
কালুখালীতে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ